লাখাইয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পারভেজ মিয়া প্রকাশিত: ২৮ ডিসেম্বর , ২০২৪ ১৫:৫৬ আপডেট: ২৮ ডিসেম্বর , ২০২৪ ১৫:৫৬ পিএম
লাখাইয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতারকৃত আসামী হলেন ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের জুনাইদ মিয়ার ছেলে জুমেল মিয়া(৩৫)।

লাখাইয়ে ১শত২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক  ব্যবসায়ী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের জুনাইদ মিয়ার ছেলে জুমেল মিয়া(৩৫)। সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় ও লাখাই থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলামের নের্তৃত্বে এসআই আখতারুজ্জামান, এএসআই আনোয়ারুল হক, এএসআই খায়রুল ইসলাম, এএসআই মোঃ জামাল হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গত ২৫ ডিসেম্বর রাত ৮ টা ২০ মিনিটে মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে আসামীর হেফাজত থেকে ১শত ২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী জুমেল মিয়া কে গ্রেফতার করা হয়। এবিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করা হলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান আটককৃত আসামী ও তাহার সহযোগী পলাতক আসামীর বিরুদ্ধে লাখাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামী কে হবিগঞ্জের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo