জাতীয় সমাজতান্ত্রিক দল জে.এস.ডি চাটখিল পৌর শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সেক্রেটারী ফয়েজুল ইসলাম পাটোয়ারী (৬২) গত রোববার রাত ১ টার সময় তার পৌর শহরের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আজ সোমবার দুপুরে তার ফতেপুরের নিজ বাড়িতে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার স্ত্রী কামরুন নাহার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। তার বড় ছেলে ও ছেলের স্ত্রী দুজনই এম.বি.বি.এস ডাক্তার।
তার মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল জে.এস.ডি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাটখিল উপজেলা জে.এস.ডি সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, পৌর জে.এস.ডি সভাপতি প্রফেসর দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা সংসদের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল ইসলাম ফারুক, সোমপাড়া কলেজের অধ্যক্ষ মোঃ মহি উদ্দিন, নোয়াখালী জেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, চাটখিল উপজেলা শাখার সভাপতি কাজী ফজলুর রব বাবুল, সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিপন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চাটখিল উপজেলা শাখার সভাপতি প্রভাষক জসিম মাহমুদ, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ তুষার, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন দৈনিক দি বাংলা ইনডিপেনডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।