কুমারখালীতে বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতির ঘোষণা

মাহাবুব হোসেন প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:২৮ আপডেট: ৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:২৮ পিএম
কুমারখালীতে বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতির ঘোষণা
কুষ্টিয়ার কুমারখালী বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি মো. আরজু আহমেদ দায়িত্ব গ্রহণ করেই ঘোষণা দিলেন অত্র বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্তদের ১০ হাজার টাকা পুরস্কারের। মঙ্গলবার বিদ্যালয়ে দায়িত্ব গ্রহণকালে তিনি এ ঘোষণা দিয়েছেন।

কুষ্টিয়ার কুমারখালী বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি মো. আরজু আহমেদ দায়িত্ব গ্রহণ করেই ঘোষণা দিলেন অত্র বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্তদের ১০ হাজার টাকা পুরস্কারের। মঙ্গলবার বিদ্যালয়ে দায়িত্ব গ্রহণকালে তিনি এ ঘোষণা দিয়েছেন। জানা যায়, তরুন বয়সী আরজু আহমেদ এলাকার মানুষ ও বিদ্যালয়ের শিক্ষদের অনুপ্রেরণায় এ্যাডহক কমিটির সভাপতির জন্য আবেদন করে নির্বাচিত হয়েছেন। কুমারখালী প্রেসক্লাবের সর্বকনিষ্ঠ নির্বাহী সদস্য আরজু বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হবার পর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান, পৌর বিএনপির আহবায়ক মো. মনোয়ার হোসেন, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, হাফিজুর রহমান, কৃষক দলের আহবায়ক আসাদুজ্জামান নয়ন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ, মামুনুর রশিদ বিশ্বাস সহ অনেকের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী তাকে ফুলের গালিচা দিয়ে বরন করে নেন। নব নির্বাচিত সভাপতি মো. আরজু আহমেদ জানান, তিনি বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করেছেন। বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরিত করার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন এবং করবেন। শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে পুরস্কার ঘোষনা করেছেন বলে জানান তিনি।

এই বিভাগের আরোও খবর

Logo