সাভারের আশুলিয়ায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ওবায়দুল ইসলাম তালুকদারের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ লাইসেন্স করা একটি শটগান ও পিস্তল লুট করে নিয়ে গেছে দুর্ধর্ষ ডাকাত দল।
সাভারের আশুলিয়ায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ওবায়দুল ইসলাম তালুকদারের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ লাইসেন্স করা একটি শটগান ও পিস্তল লুট করে নিয়ে গেছে দুর্ধর্ষ ডাকাত দল।
বুধবার (২৫ অক্টোবর) ভোরে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকার সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদের চাচাতো ভাই ওবায়দুল ইসলাম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফী
স্থানীয়রা জানান, গভীর রাতে বাড়িতে প্রবেশের প্রক্রিয়া শুরু করে ডাকাতরা। পরে গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে সহজেই ডাকাতি করে পালিয়ে যায় তারা। সকালবেলা ঘটনাস্থলে এসে এসব জানতে পারেন বলে জানান এলাকাবাসী।
ভুক্তভোগী ওবায়দুল ইসলাম তালুকদার বলেন, আজ ভোরে তিন তলা বাড়ির দোতলার গ্রিল কেটে সাত থেকে আট সদস্যের অস্ত্রধারী ডাকাত ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করেই বাড়ির দুই ও তিন তলায় বসবাসকারী সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ঘরে থাকা নগদ সাড়ে নয় লক্ষ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি পিস্তল ও একটি শর্টগানসহ মুল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
এব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফি বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ঢাকা জেলা পুলিশ ডিবি পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে।
এ দিকে খবর পেয়ে ভুক্তভোগীর বাড়িতে ছুটে যান আশুলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম। তিনি ভুক্তভোগী ওবায়দুল ইসলাম তালুকদারকে সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।