পাহাড়ের একটি বিদ্যালয় বন্ধের পথে, ঝড়ে পড়ছে প্রান্তিক শিশুরা

মিঠুন ত্রিপুরা প্রকাশিত: ৮ জানুয়ারী , ২০২৫ ০৬:৫৮ আপডেট: ৮ জানুয়ারী , ২০২৫ ০৬:৫৮ এএম
পাহাড়ের একটি বিদ্যালয় বন্ধের পথে, ঝড়ে পড়ছে প্রান্তিক শিশুরা

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকার নাম খরনসিং পাড়া, এলাকা চেংগী ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমন্তে অবস্থিত। কয়েকটি পাড়া মিলে প্রায় ১২৫ পরিবারের মতো বসবাস তাদের।খরনসিং পাড়ার স্থানীয় সচেতনদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় একটি জুনিয়র স্কুল। খাগড়াছড়ি জেলার সাবেক জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সহায়তায় বিদ্যালয়টি নির্মান করা হয় ২০২২ সালে।

এখন বিদ্যালয়টি বন্ধের পথে বলে অভিযোগ করে বলেন শাম্ভূক রায় পাড়া জুনিয়র হাই স্কুলের সহকারী শিক্ষক জাহিদ ত্রিপুরা।
তিনি বলেন স্কুল প্রতিষ্ঠানের পরপরই প্রধান শিক্ষকসহ ৬ জনকে বিনা বেতনে নিয়োগ করা হয় তাদের। তাদের অভিযোগ বিনাবেতনের কারণে শিক্ষকরা পাঠদান করান না যার কারণে শিক্ষার্থীরাও আর স্কুলে আসেনা এবং দূর্গম হলেও যে যার সামর্থ্য অনুযায়ী স্কুল পরিবর্তন করে চলে যাচ্ছে।
শাম্ভূক রায় পাড়া জুনিয়র হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খগেন্দ্র ত্রিপুরা জানান স্কুল কার্যক্রমের জন্য অফিসিয়ালি যাতায়াতের যোগ্য শিক্ষক তাঁরা না পাওয়াতে স্কুলের এমন অবস্থা হচ্ছে।
এছাড়াও শিক্ষকরাও বেতন না পাওয়াতে এখন স্কুল বন্ধ হতে যাচ্ছে। তিনি বলেন স্কুল টিকিয়ে রাখতে শিক্ষকদের সন্তোষ জনক বেতন-ভাতা প্রদান করতে পারলে হয়তো আবার চালু করা যাবে। স্কুলটি বাঁচাতে তিনি বিশিষ্ট জনপ্রতিনিধির ও সরকারি সহায়তা চান। কোনো সহায়তা পেলে হয়তো স্কুলটি পুনরায় চালু করা সম্ভব বলে দাবি করেন তিনি।
তা না হলে এই প্রান্তিক জনগোষ্ঠীরা শিক্ষায় পিছিয়ে পড়বে এবং অধিকাংশ শিশুরা ঝড়ে পড়বে বলে আশাব্যঞ্জক করেন।

এই বিভাগের আরোও খবর

Logo