বানারীপাড়ায় ৩০ পিচ ইয়াবা সহ আলমগীর মোল্লা (৩৫)নামের এক মাদককারবারীকে আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ।৭ মে বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল ট্রলারঘাট সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক মো: ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যাবসায়ী জামাল বালী সেখান থেকে পালিয়ে যায়।আলমগীর মোল্লা ও জামাল বালী দীর্ঘদিন ধরে বানারীপাড়ার বিভিন্ন এলাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় মাদক ব্যাবসা চালিয়ে আসছিলো।
এ ঘটনায় ওইদিন(৭মে) এস আই ফরিদ উদ্দিন বাদী হয়ে আলমগীর মোল্লা ও জামাল বালীকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার বাদী বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মো: ফরিদ উদ্দিন জানান,৮ মে বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আলমগীরকে আদালতের মাধ্যমে বরিশাল জেল হাজতে পাঠানো হবে।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো: মোস্তফা মাদকের বিরুদ্দ্বে জিরো টলারেন্স ঘোষনা করে অব্যাহতভাবে মাদকের বিরুদ্দ্বে অভিযান চালিয়ে যাবেন বলে জানান।