কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

রাসেল মিয়া প্রকাশিত: ২২ এপ্রিল , ২০২৪ ০৯:০১ আপডেট: ২২ এপ্রিল , ২০২৪ ০৯:০১ এএম
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) গুলিতে মো. হাসান (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) গুলিতে মো. হাসান (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

৬০ বিজিবি’র অধিনায়ক (সি.ও) জাবেদ বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত মো. হাসান কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কাইমপুর গ্রামের জারু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। হাসান তাঁর পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট। তার স্ত্রী ও চার মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ, বিজিবি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে বন্ধুদের নিয়ে মো. হাসান কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় ভারত সীমান্তের ২০৫০ পিলার এর কাছাকাছি ঘুরতে যান। এ সময় ভারতের ওই এলাকার তিন নম্বর গেইট দিয়ে এক ভারতীয় বিএসএফ এসে তাকে একটি গুলি করে। গুলিটি হাসানের পিছনে আঘাত লাগায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে থাকা মো. ইয়াছিন ও ইমন মিয়াসহ স্থানীয় কয়েকজন লোক হাসানকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

নিহতের বাবা জারু মিয়া বলেন,  মো. হাসান তার ৫ ছেলের মধ্যে সবার ছোট। সে কৃষিকাজ করে। আজ সোমবার সকালে বন্ধুদের সাথে ভারতে সীমান্তে ঘুরতে গিয়েছিল। সেখানে বিএসএফের গুলিতে মারা গেছে। তার চার মাসের একটি পুত্র সন্তান রয়েছে।  

কসবা থানার উপপরিদর্শক (এস.আই) মো. সোহেল সিকদার বলেন, বিএসএফের গুলিতে মো. হাসান নামের এক যুবক মারা গেছেন। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে। 

সুলতানপুর ৬০ বিজিবি’র অধিনায়ক (সিও) জাবেদ বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে বাংলাদেশী যুবক বিএসএফের গুলিতে মারা যাওয়ার বিষয়টি ভারতীয় বিএসএফকে অবহিত করে পতাকা বৈঠকের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হবে। 


এই বিভাগের আরোও খবর

Logo