ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমরিবুনিয়া গ্রামে গাজায় মুসলমানদের উপর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমরিবুনিয়া গ্রামে গাজায় মুসলমানদের উপর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) আমরিবুনিয়া যুব সমাজের উদ্যোগে গাজায় মুসলমানদের উপর ইসরাইলী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারসিনা দারুস সুন্নাহ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা রুহুল আমিন আফসারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা এর ইমাম ও খতিব হাফেজ মুফতি মোঃ ফেরদৌস রহমান হাবিবি এবং উত্তর তালগাছিয়া নেসারিয়া ফাজিল মাদ্রাসার সরকারি অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মিজানুর রহমান। যুবসমাজের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ ফয়সাল আহম্মদ, মোঃ শাহাবুদ্দিন হাওলাদার, মোঃ হেলাল মিয়া, মোঃ বশির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় আলোচনার পাশাপাশি গাজায় ইসরিায়েলি হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি কামনা ও গাজায় যুদ্ধ বন্দে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।