কাঠালিয়ায় আগামীর স্বপ্নে-এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:৪৬ আপডেট: ৯ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:৪৬ পিএম
কাঠালিয়ায় আগামীর স্বপ্নে-এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামীর স্বপ্ন নামে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামীর স্বপ্ন নামে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।  ৮ ফেব্রুয়ারি শনিবার উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মোঃ নাজমুছ সালেহ মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে এস এম দেলোয়ার হোসেন বলেন এটি একটি ভালো উদ্যোগ। এতে শিক্ষার্থীরা পড়াশোনার ব্যাপারে আরো মনোযোগী হবে।  তিনি বিভিন্ন সংগঠন ও বিত্তবানদের এ ব্যাপারে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান। মোঃ হাছিব ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাঠালিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সমাজসেবক নুরুজ্জামান বাদল প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তরুণ সমাজ সেবক সৈয়দ শফিকুল ইসলাম।  অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।  

এই বিভাগের আরোও খবর

Logo