বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ আবু রায়হান প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:২৩ আপডেট: ২৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:২৩ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহবধূ কারিমা আক্তার (৩৭) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহবধূ কারিমা আক্তার (৩৭) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে, শনিবার বিকেল ৩টার দিকে পৌর শহরের ২ নং ওয়ার্ড বারইখালী গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, বারইখালী গ্রামের শামীম খানের স্ত্রী দুপুর ২টার দিকে খাবার শেষে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে পরিহিত ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি প্রথমে তার ছোট মেয়ে সাদিয়া আফরিন মায়ের রুমে এসে দেখতে পায় তার মা ফ্যানের সাথে ঝুলে আছে দেখে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।পরে থানা পুলিশকে সংবাদ দেয়। এ সময় তার পিতা শামীম খান বাড়িতে ছিলেননা। তবে, আত্মহত্যার বিষয়টি সর্ম্পকে পরিবারের লোকজন কিছুই বলতে পারেনি। নিহত গৃহবধূর দুই মেয়ে সন্তান রয়েছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মো. রাকিবুল হাসান বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর পরিবার থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo