জগন্নাথপুরে নির্বাচন অফিসারের কক্ষে তালা, কি হচ্ছে ভিতরে।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:১৫ আপডেট: ২৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:১৫ পিএম
জগন্নাথপুরে নির্বাচন অফিসারের কক্ষে তালা, কি হচ্ছে ভিতরে।
সুনামগঞ্জের জগন্নাথপুর নির্বাচন অফিসের বিভিন্ন অনিয়মের কারণে নির্বাচন কমিশন থেকে একটি তদন্ত প্রতিনিধি দল জগন্নাথপুর নির্বাচন অফিসে আসেন এবং তদন্ত করে অনিয়মের সত্যতা পায়।

সুনামগঞ্জের জগন্নাথপুর নির্বাচন অফিসের বিভিন্ন অনিয়মের কারণে নির্বাচন কমিশন থেকে একটি তদন্ত প্রতিনিধি দল জগন্নাথপুর নির্বাচন অফিসে আসেন এবং তদন্ত করে অনিয়মের সত্যতা পায়। অনিয়মের অভিযোগে জগন্নাথপুর উপজেলার সাবেক নির্বাচন অফিসার মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর  জুবায়ের আহমদের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর জগন্নাথপুর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর নির্বাচন অফিসার মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি  অপারেটর আদালত থেকে জামিনে মুক্তি পান। নির্বাচন অফিস থেকে ২জনকে গ্রেফতার করার পর জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস নিয়ে সর্বত্রই ছিল আলোচনা-সমালোচনা। এ ঘটনার পর কিছুদিন নির্বাচন অফিসের দালালচক্রকে অফিসের আশে পাশে দেখা না গেলেও সম্প্রতি দালাল চক্রের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্প্রতিবার সেবা গ্রহীতারা নির্বাচন অফিসে গিয়ে দেখতে পায়  কক্ষে তালা লাগিয়ে নির্বাচন কর্মকর্তাকে বিশেষ ব্যক্তিদের সাথে আলোচনায় ব্যস্ত রয়েছেন। সেবা গ্রহীতারা নির্বাচন কর্মকর্তা ভারপ্রাপ্ত খলিল আহমদ এর সাথে দেখা করতে চাইলে তিনি পরে আসতে বলেন। পরে সেবা গ্রহীতারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কাঙ্খিত সেবা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান এবং অনেককে বলতে শুনা গেছে অফিসারের কক্ষে তালা দিয়ে ভেতরে কি হচ্ছে। এ ব্যাপারে পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সমাজসেবক তকবুর মিয়া জানান, নির্বাচন অফিস থেকে ২জন কর্মকর্তা গ্রেফতারের পর দালাল চক্রদের অফিসে দেখা যায়নি। আমি শুনেছি বর্তমান কর্মকর্তাও দালালদের সাথে আতাত করে নিজের ফায়দা হাছিল  করতে সাধারন মানুষকে হয়রানী করছে। নির্বাচন অফিসার উপস্থিত থেকে নিজ কার্যালয়ে তালা দিয়ে রাখা দু:খ জনক। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা গ্রহনের দাবী জানাই। সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মহোম্মদ শুকুর মাহমদ জানান, কর্মকর্তা অফিসে থাকা অবস্থায় কক্ষে তালা দেয়া উচিত হয়নি। বিষয়টি খোজ নিয়ে দেখবো। অফিসে ডাটা এন্ট্রি অপারেটর না থাকায় কাজের গতি কম রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo