বাউফলে জাতীয় নাগরিক কমিটি নিয়ে অসন্তোষ, ছয় ছাত্র প্রতিনিধির পদত্যাগ।

আসাদুল্লাহ হাসান মুসা প্রকাশিত: ১ মার্চ , ২০২৫ ১৫:১৬ আপডেট: ১ মার্চ , ২০২৫ ১৫:১৬ পিএম
বাউফলে জাতীয় নাগরিক কমিটি নিয়ে অসন্তোষ, ছয় ছাত্র প্রতিনিধির পদত্যাগ।
পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক মুনতাসীর তাসরিপসহ ছয়জন ছাত্র প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন।

পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক মুনতাসীর তাসরিপসহ ছয়জন ছাত্র প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন। এরপর প্রধান সংগঠক মুনতাসির তাসরিপ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগ করা ছাত্র প্রতিনিধিরা হলেন— মুনতাসির তাসরিপ, ফাতিমা জামান সামিয়া, আয়েশাতুন্নেসা বর্ষা, রুহুল আমিন, ফারহান রুপাই ও শুভ চন্দ্র শীল।
পদত্যাগের কারণ সম্পর্কে তারা জানান, জাতীয় নাগরিক কমিটি গঠনের আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। কমিটিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা কখনো আন্দোলনে ছিলেন না কিংবা শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি। সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের সমর্থন থাকলেও কমিটি গঠনের সময় তাদের মতামত নেওয়া হয়নি। প্রথম থেকেই তারা কমিটি পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু দীর্ঘসময় পেরিয়ে গেলেও কোনো আলোচনা হয়নি। এতে তারা নাগরিক কমিটির সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছেন।
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক মুনতাসির তাসরিপ বলেন, "ইতিহাস সাক্ষী, বিপ্লব শুধু শাসকের দমনেই ব্যর্থ হয় না; ভুল নেতৃত্ব, আত্মসাৎকারী ও সুবিধাভোগীদের হাতে নিয়ন্ত্রিত হয়ে ধীরে ধীরে ব্যর্থ হয়ে যায়। আমাদের আন্দোলনও সেই পথে এগোচ্ছে।"
তিনি আরও জানান, ছয়জনের যৌথ স্বাক্ষরিত পদত্যাগপত্র দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বাউফল উপজেলা নাগরিক কমিটির ১১২ সদস্যের তালিকা প্রকাশ করা হয়। তবে কমিটি ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দেয়।

এই বিভাগের আরোও খবর

Logo