যানজট কমাতে প্রতি বছরের ন‍্যায় এবারেও উদ্বেগ নিয়েছে মেট্রোপলিটন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ মার্চ , ২০২৫ ১১:৩৩ আপডেট: ২৩ মার্চ , ২০২৫ ১১:৩৩ এএম
যানজট কমাতে প্রতি বছরের ন‍্যায় এবারেও উদ্বেগ নিয়েছে মেট্রোপলিটন
যানজট কমাতে প্রতি বছরের ন‍্যায় এবারেও নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রা- ফিক বিভাগ

যানজট কমাতে প্রতি বছরের ন‍্যায় এবারেও নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রা- ফিক বিভাগ। মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ নগরীর কয়ে কটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে রিকশা ও অটোরিকশাকে অন্য পথে ঘুরিয়ে চলাচলের নির্দেশনা দিয়েছে। মূল সড়কে নতুন ট্রাফিক ব্যবস্থাপনায় ভোগান্তি কিছুটা কমবে বলে মনে করছেন,ক্রেতাসাধারণ ও ব্যবসায়ীরা। যানজটের অন্যতম কারণ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা।ঈদ উপলক্ষে,বাইরের জেলা ও উপজেলা থেকে শত শত অটোরিকশা প্রবেশ করায়,নগরীতে যানজট আরও তীব্র হচ্ছে। 
মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে ঃ রংপুর নগরীর লক্ষ্মী সিনেমা হল মোড়,জীবন বীমা মোড়,লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মোড়,সেন্ট্রাল রোডের কাস্টমস অফিস সংলগ্ন এলাকায় অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মূল নগরীর প্রধান প্রধান সড়কে অটোরিকশার চলাচল সীমিত হওয়ায় যানজট কমবে। ঈদে কেনাকাটা করতে আসা মানুষজনের দুর্ভোগ কিছুটা লাঘব হবে। নগরীর যানজট নিরসনে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে- ছেন নগরবাসী।পীরগাছা থেকে কেনাকাটা করতে আসা করিম মিয়া জানান,প্রতিবছর ঈদের সময় রংপুরে কেনা- কাটা করতে আসি এবারেও এসেছি,কিন্তু নগরীতে তীব্র যানজটের কারণে,কোথায় গাড়ি রাখবো আর কোথায় কেনাকাটা করবো,এই নিয়ে চিন্তায় আছি। তবে আজ থেকে ট্রাফিক ব্যবস্থায় নতুন নিয়ম চালু করায় কিছুটা স্বস্তি আসবে। 
উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) আব্দুর রশিদ জানান,এমনিতেই রংপুর নগরীতে অটো রিকশা ও রিকশার চাপ বেশি। ঈদে এই চাপ কয়েক- গুণ বেড়ে যায়। তাই ঈদ উপলক্ষে ট্রাফিক পুলিশের পাশা- পাশি স্বেচ্ছাসেবীসহ জনবল বাড়িয়ে নতুন ট্রাফিক ব্যবস্থা- পনা গড়ে তোলা হয়েছে। আশা করি এতে যানজট কমবে এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। 
এ বিষয়ে  নগরবাসীর কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেন,রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) আব্দুর রশিদ। 

এই বিভাগের আরোও খবর

Logo