লংগদুতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অণেষণ প্রতিযোগীতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ

তাজ মাহমুদ প্রকাশিত: ১৭ জুলাই , ২০২৪ ১৫:১৪ আপডেট: ১৭ জুলাই , ২০২৪ ১৫:১৪ পিএম
লংগদুতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অণেষণ প্রতিযোগীতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জজনাব সুলতান আহমেদের উপাস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব মোঃ বাবুল দাশ বাবু, চেয়ারম্যান, লংগদু উপজেলা পরিষদ।

আজ ১৬ জুলাই, ২০২৪ রোজ রবিবার সজাল ১০ঃ৩০ মিনিট ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অণ্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর পুরষ্কার ও সনদ বিতরনী অনুষ্ঠান ওনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জজনাব সুলতান আহমেদের উপাস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব মোঃ বাবুল দাশ বাবু, চেয়ারম্যান, লংগদু উপজেলা পরিষদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আজগর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ রাকিব হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ ফাতেমা জিন্নাহ, ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ শওকত আকবর।  এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি  শিক্ষকমণ্ডলী।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে  শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের মাধ্যমে নিজকে  গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ  গঠনে সকল শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের যথাযথ ভুমিকা পালন করার আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন গতানুগতিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নয়,  সকলকে নতুন কারিকুলামের মাধ্যমে নিজেদেরকে উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলার ঊপযোগী এবং তথ্য ও প্রযুক্তির নির্ভরতার এই যুগে সকলকে স্মার্ট দেশ গঠনে সক্রিয় ভুমিকা রাখার আহবান জানান।আলোচনা সভার পর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে  ভিন্ন ভিন্ন ক্যাটাগতিতে সর্বমোট ৩৪ টি ইভেন্টে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo