তীব্র গরমে অতিষ্ঠ কাঠালিয়ার খেটে খাওয়া মানুষ

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ১৭ মে , ২০২৫ ১১:৪৪ আপডেট: ১৭ মে , ২০২৫ ১১:৪৪ এএম
তীব্র গরমে অতিষ্ঠ কাঠালিয়ার খেটে খাওয়া মানুষ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় টানা তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। গত কয়েকদিন ধরে উপজেলায় তাপমাত্রা বিরাজ করছে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বাধ্য হয়ে জীবিকার তাগিদে তীব্র রোদ-গরম উপেক্ষা করেই কাজে নামতে হয় তাদের।শুক্রবার  উপজেলার বিভিন্ন যায়গা ঘুরে দেখা যায়, সূর্যের প্রচণ্ড তাপে নাজেহাল অবস্থায়ও রিকশাচালক, পথচারীসহ খেটে খাওয়া মানুষেরা বাইরে আছেন। গরমে হাঁপিয়ে ওঠা অনেককে ক্লান্তি দূর করতে সড়কের পাশে বিভিন্ন দোকানে বিশ্রাম নিতে দেখা গেছে। ভ্রাম্যমাণ দোকান থেকে শরবতে তৃষ্ণা মেটাচ্ছেন অনেকে। তবে শুক্রবার হওয়ায় নিত্য দিনের চেয়ে লোক সংখ্যা  অনেক কম বাহিরে আছেন। 
কাঠালিয়ার বটতলা বাজারের মিনি ট্রাক চালক মইনুল হোসেন বলেন, ‘কাজ না করলে বউ-ছেলে মেয়ে না খেয়ে থাকতে হবে। তবে তীব্র গরমে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে।’দিন মজুর ছোবহান মোল্লা বলেন, ‘আমাদের মতো গরিব মানুষের রোজগার না করলে ঘরে রান্নার চুলা জ্বলে না। রোদের তাপে শরীর নিস্তেজ হয়ে আসে । কিন্তু কিছুই করার নাই।’
অস্বাভাবিক তাপদাহে শুধু শ্রমজীবী নয়, শিশু, শিক্ষার্থী ও বয়স্করাও চরম দুর্ভোগে পড়ছেন। কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিটস্ট্রোক, ডায়রিয়া,পানিশূন্যতা সমস্যার রোগী বাড়ছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কুমার তালুকদার বলেন, ‘গরমে রোদ থেকে এসে সাথে সাথে গোসল করা যাবে না। তীব্র  গরমে ফ্রীজে রাখা ঠান্ডা পানি পান করা যাবে না।  হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে ছায়াযুক্ত শীতল স্থানে থাকুন, ছাতা ব্যবহার করুন, প্রচুর পরিমাণে পানি, ওরস্যালাইন, সরবত, অন্যান্য  তরল খাবার পান করুন।  রাস্তার পাশে বানানো অস্বাস্থ্যকর সরবত পান করা থেকে বিরত থাকতে হবে।'

এই বিভাগের আরোও খবর

Logo