পূর্বধলায় যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সাগর আহমেদ প্রকাশিত: ২৫ ডিসেম্বর , ২০২৩ ০৮:৩৬ আপডেট: ২৫ ডিসেম্বর , ২০২৩ ০৮:৩৬ এএম
পূর্বধলায় যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত
উপজেলার ১০টি ইউনিয়নের ৩০ জন যুব প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠন করা হয়

নেত্রকোনার পূর্বধলায় দক্ষ যুব গড়ে তুলতে যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে আস্থা প্রকল্পের আওতায় অরাজনৈতিক সংগঠন জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে যুব ফোরাম কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা যুব ফোরামের আহবায়ক মো. সানাউল হক,যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, আইয়ুব হাসান, মাসুম বিল্লাহ ও শান্তনা আক্তারকে নির্বা‌চিত হয় ।

উপজেলার ১০টি ইউনিয়নের ৩০ জন যুব প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।

যুব ফোরাম গঠন উপলক্ষে সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মালেক, আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর সাবিনা ইয়াসমিন, ফিল্ড কর্মকর্তা ঝলক সরকার, মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার অনন্যা জ্যোতি।

প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।

এই বিভাগের আরোও খবর

Logo