পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শৃঙ্খলা ছাড়াই ভ্রাম্যমাণ ট্রাকে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ।শনিবার (২৫ মে) সকাল থেকে উপজেলার রামপুর বাজার, সাহিতপুর বাজার, চিরাং বাজার কেন্দুয়া জয় হরি স্কুলের খেলার মাঠ ও উপজেলা পরিষদ চত্বরসহ মোট ৫টি স্পটে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি বিক্রয় করা হচ্ছে ।
জানা গেছে, আগের চেয়ে ট্রাকসেলে টিসিবির পণ্যের দাম বেড়েছে কিছুটা । তেলের দাম লিটার প্রতি ১৩৫টাকা, চিনির দাম কেজি প্রতি ৮৫টাকা ও ডাল কেজি প্রতি ৮০ টাকা করে ধার্য করা হয়েছে । একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি ও দুই কেজি ডাল কিনতে পারবেন ।
সরেজমিনে দেখা যায়, কোন শৃঙ্খলা ছাড়াই কেন্দুয়া পৌরসভার কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও উপজেলা পরিষদ চত্বরে এ সব পণ্য ক্রয় করছেন ভুক্তভোগীরা ।একজন ভুক্তভোগী বলেন, সকাল থেকে অপেক্ষা করছি । এখনো মাল নিতে পারি নি । অথচ অনেকে নেতাদের মাধ্যমে খুব সহজেই পণ্য ক্রয় করে নিচ্ছেন । লাইনে দাঁড়িনোর কথা বলতেই, ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, কী হইবো লাইনে দাঁড়িয়ে লাইন ছাড়াই নিয়ে যায় অনেকে !
কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ট্রাক সেলের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল কবির খান বলেন, আমরা অনেক চেষ্টা করছি সুশৃঙ্খলভাবে পণ্য বিক্রয় করার । তিনি আরো বলেন, কোন নেতার প্রভাবে বা মুখ দেখে পণ্য বিক্রয় করছি না । জাতীয় আইডি কার্ডের কপি নিয়ে এক এক করে দিচ্ছি ।