পরকিয়ার জেরে বিষপানে যুবকের আত্মহত্যা

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ৩ ডিসেম্বর , ২০২৩ ০৬:৪১ আপডেট: ৩ ডিসেম্বর , ২০২৩ ০৬:৪১ এএম
পরকিয়ার জেরে বিষপানে যুবকের আত্মহত্যা
চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নে পরকিয়ার জেরে বিষপানে মোহাম্মদ শাকিল (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

আত্মহত্যাকারী মোহাম্মদ শাকিল  উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দরবেশহাট দিঘির দক্ষিণ পাশে আবদুল মান্নান হুজুরের বাড়ি নিবাসী মোহাম্মদ রফিকের বড় ছেলে। শুক্রবার(১ ডিসেম্বর) বিকেল চারটার দিকে উক্ত আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা যায়। আত্মহত্যাকারী মোহাম্মদ শাকিল পেশায় একজন মাইক্রোবাস চালক। সে বিবাহিত ও ২ কন্যা সন্তানের জনক।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক বলেন, বিকেল আনুমানিক চারটায় বাড়ির পাশে শাকিল আত্মহত্যার চেষ্টায় বিষপান করলে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।হাসপাতালে পৌছার পূর্বেই রাত আনুমানিক আটটার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, পারিবারিকভাবে শাকিলের সাথে কখনও ঝামেলা হতে দেখা যায়নি, তবে শাকিল বিবাহিত হলেও অন্য নারীর সাথে পরকিয়ায় লিপ্ত ছিলো। তাঁর সাথে কথা কাটাকাটির জের ধরে সে বিষপান করে আত্মহত্যা করেছে।

নিহতের স্ত্রী তছলিমা জান্নাত বলেন, তাদের তাছফিয়া জান্নাত মিমফা(৩), ওয়াসিফা জান্নাত নামের(২মাস) বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। কয়েকজন মহিলার সাথে শাকিলের পরকিয়ার সম্পর্ক ছিলো, তাদের মধ্যে ঠাকুরদিঘী এলাকার এক মহিলাকে অনেক টাকা পয়সাও দিয়েছে, এসব বিষয়ে তাঁকে অনেকবার নিষেধ করার পরও সে শুনেনি। আমার শশুর বাড়িতে আমিসহ কারো সাথে শাকিলের কোন ধরনের ঝামেলা ও তর্ক বিতর্ক ছিলোনা।

গতকাল বিকেলে আমি তাঁর জন্য ভাত বেড়ে বসেছিলাম, কিছুক্ষণ পরে সে বিষপান করে বাড়ির উঠানে এসে গড়াগড়ি দিতে থাকে, পরে স্বজনরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। ধারণা করছি ঠাকুরদীঘি এলাকার ওই মহিলার সাথে কোন ধরনের সমস্যার কারণেই সে আত্মহত্যা করেছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার আরজু জানান, বিকেল পাঁচটায় বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী মোহাম্মদ শাকিল নামের একজনকে হাসপাতালে আনা হলেও তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম  বলেন, বিষপানে মোহাম্মদ শাকিল নামের একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরোও খবর

Logo