মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে শিবচর পৌরসভার ১২ নং ওয়ার্ডের অধীন চর শ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফ খালাসী (৩০) ওই এলাকার মিনহাজ খালাশীর ছেলে। সে শিবচর বাজারে পর্দার কাপড় ব্যবসায়ী করতেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আরিফ তাদের রান্না ঘরের একটি বিদ্যুতের তার ঝুলন্ত দেখতে পেয়েসেটা টান করে বেঁধে দেওয়ার চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত তার ত্রুটিপূর্ণ হওয়ার কারণে তার হাত লেগে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফের ভগ্নপতি ইব্রাহিম মিয়া বলেন, তাদের থাকার ঘর থেকে একটি বিদ্যুত লাইন তাদের রান্না ঘরে সংযোগ ছিলো।সেটা ঝুলন্ত ছিলো।সে তারটি টান করে বাধার জন্য যায়।ওই বিদ্যুতের তার লিক ছিলো সেটা সে জানতো না। তখন তাকে কারেন্ট ধরলে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে ম্যাসাজ করলে তার কোন পরিবর্তন হয়নি। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার ঘটনার সততা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশপাঠানো হয়েছে।