পঞ্চগড়ে অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে ৫ দিনে ১৫ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

গৌরব কুমার দাস প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:১৬ আপডেট: ১৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:১৬ পিএম
পঞ্চগড়ে অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে ৫ দিনে ১৫ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
পঞ্চগড়ে ‘ডেভিল হান্ট’ অভিযানে গত ৫ দিনে মোট ১৫ জন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে।

পঞ্চগড়ে ‘ডেভিল হান্ট’ অভিযানে গত ৫ দিনে মোট ১৫ জন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন করে ৫ নেতাকর্মীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪ দিনে জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়। এদিকে, ১৪ ফেব্রুয়ারি নতুন করে ৫ জন নেতাকর্মী গ্রেফতার হন। তাদের মধ্যে রয়েছেন পঞ্চগড় পৌর যুবলীগের সদস্য রবি (৪০), বোদা থানার মামলায় গ্রেফতার ইয়াছিন আলী (৪৩), দেবীগঞ্জের আনিছুর রহমান (৩৯), দেবীগঞ্জ থানার ১ নং মির্জাপুর ইউনিয়নের তসলিম উদ্দীন (৬০) ও রনচন্ডি গ্রামের মৃত আফসার আলীর ছেলে আকবর আলী (৪৫) কে তেঁতুলিয়া মডেল থানায় আটক করা হয়। পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরোও খবর

Logo