উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ; আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ

মাহমুদুল হাসান জামী প্রকাশিত: ১৪ আগস্ট , ২০২৪ ১৬:২৮ আপডেট: ১৪ আগস্ট , ২০২৪ ১৬:২৮ পিএম
উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;  আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ
দলটির নিম্ন স্তর থেকে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা ঘুম, খুন, গ্রেফতারসহ নানাবিধ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচারী হাসিনা ও তৎকালীন প্রশাসন কর্তৃক। হাসিনা সরকারের গুন্ডাবাহিনী করেছে লোমহর্ষ নির্যাতন। আর এই জুলুমবাজ সরকার ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ ও পালায়ন করতে বাধ্য হয়।

ফুল ভালোবাসার প্রতীক, পবিত্রতার প্রতীক। প্রায় এক যুগ ধরে স্বৈরাচারী হাসিনা সরকার কর্তৃক রাজনৈতিকভাবে সকল ধরনের অধিকার বঞ্চিত; হয়েছিল গনতান্ত্রিক ধারার সংগঠন—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

দলটির নিম্ন স্তর থেকে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা ঘুম, খুন, গ্রেফতারসহ নানাবিধ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচারী হাসিনা ও তৎকালীন প্রশাসন কর্তৃক। হাসিনা সরকারের গুন্ডাবাহিনী করেছে লোমহর্ষ নির্যাতন। আর এই জুলুমবাজ সরকার ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ ও পালায়ন করতে বাধ্য হয়।

নিরাপত্তার স্বার্থে পুলিশবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব থেকে সাময়িক অব্যহতি নিয়েছিল। অন্তবর্তীকালীন সরকারের নির্দেশে অনেকে ফিরেছেন নিজ নিজ কর্মস্থলে। এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সারাদেশে কর্তব্য স্থলে ফেরা প্রশাসনের সদস্যদের ফুল দিয়ে বরণ করেছেন।

একই সাথে (সোমবার) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঝালকাঠি জেলা শাখার সভাপতি এম সায়েম ও জেলা সেক্রেটারি মো. এনামুল হাসান-সহ জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ বরণ করে নেন ঝালকাঠি শহরে কর্তব্যরত প্রশাসন ও ট্রাফিক পুলিশে দায়িত্বরত সদস্যবৃন্দকে। প্রশাসনের সদস্যদের ধন্যবাদ জানানো হয়।জেলা সভাপতি এম সায়েম বলেন, 'আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত আছি' আমরা আপনাদের পাশে আছি।' এসময় ছাত্রশিবিরের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশাসনের সদস্যবৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo