ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাসেল মিয়া প্রকাশিত: ৩ অক্টোবর , ২০২৪ ১৪:১৫ আপডেট: ৩ অক্টোবর , ২০২৪ ১৪:১৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
বুধবার (২ অক্টোবর) দুপুরে পৃথক অভিযানে শহরের কাউতলী এলাকা থেকে মো. শাহআলম এবং মধ্যপাড়া বর্ডার বাজার এলাকা থেকে শাকিবুল চৌধুরী অন্তরকে গ্রেফতার করা হয়।জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।গ্রেফতার শাহ আলম পৌর এলাকার কাউতলী গ্রামের মরহুম আবদুল মালেক সর্দারের ছেলে এবং শাকিবুল চৌধুরী অন্তর মধ্যপাড়া (বর্ডার বাজার) এলাকার শফিকুল ইসলাম চৌধুরীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জেলা রেস্তরা মালিক সমিতির সভাপতি মো. শাহআলম (৫৫) এবং পৌর ছাত্রলীগের সদস্য শাকিবুল চৌধুরী অন্তর (২০) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (২ অক্টোবর) দুপুরে পৃথক অভিযানে শহরের কাউতলী এলাকা থেকে মো. শাহআলম এবং মধ্যপাড়া বর্ডার বাজার এলাকা থেকে শাকিবুল চৌধুরী অন্তরকে গ্রেফতার করা হয়।জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।গ্রেফতার শাহ আলম পৌর এলাকার কাউতলী গ্রামের মরহুম আবদুল মালেক সর্দারের ছেলে এবং শাকিবুল চৌধুরী অন্তর মধ্যপাড়া (বর্ডার বাজার) এলাকার  শফিকুল ইসলাম চৌধুরীর ছেলে।

মো. শাহআলম বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া দুজন গত ৪ ও ৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিলেন।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, গ্রেফতার শাহ আলম ও অন্তর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এজাহারনামীয় আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo