চাটখিলে আদালতের আদেশ অমান্য করে ভ্মি দখলের অভিযোগ

মোঃ হানিফ প্রকাশিত: ২৪ এপ্রিল , ২০২৪ ১০:০৩ আপডেট: ২৪ এপ্রিল , ২০২৪ ১০:০৩ এএম
চাটখিলে আদালতের আদেশ অমান্য করে ভ্মি দখলের অভিযোগ
চাটখিল উপজেলার বদলকোট গ্রামের মো. ইমাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ রেজাউল হক ভূইয়া (বাহার) গংদের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত মামলা শেষ না হওয়া পর্যন্ত বাদী ও বিবাদী উভয় পক্ষকে বিরোধীয় সম্পত্তিতে স্থিতারবস্থা বজায় রাখার আদেশ প্রদান করে। আদালতের ঐ আদেশের প্রেক্ষিতে চাটখিল থানা পুলিশ গত মার্চের ৫ তারিখ পক্ষদ্বয় কে নোটিশ জারী করে।

চাটখিল উপজেলার বদলকোট গ্রামের মো. ইমাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ রেজাউল হক ভূইয়া (বাহার) গংদের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত মামলা শেষ না হওয়া পর্যন্ত বাদী ও বিবাদী উভয় পক্ষকে বিরোধীয় সম্পত্তিতে স্থিতারবস্থা বজায় রাখার আদেশ প্রদান করে। আদালতের ঐ আদেশের প্রেক্ষিতে চাটখিল থানা পুলিশ গত মার্চের ৫ তারিখ পক্ষদ্বয় কে নোটিশ জারী করে।  

পরবর্তীতে আদালতের আদেশ অমান্য করে বাহার গংরা বিরোধীয় ভূমি দখল করার চেষ্টা চালিয়ে মাটি ভরাট করে কিছু সম্পত্তি দখল করে নেয়। এব্যাপারে ইমাম উদ্দিন চাটখিল থানা পুলিশের কাছে অভিযোগ করনে। চাটখিল থানার এএসআই মোহাম্মদ আবদুর রহমান গতকাল মঙ্গলবার রাতে জানান, আগে-পরে কিছু দখল করলেও আমাদের তত্ত্বাবধানে আসার পর আর দখল করতে পারেনি।

এই বিভাগের আরোও খবর

Logo