কেন্দুয়ার ড. মো. হাফিজুর রহমান ভূঞাকে সংবর্ধনা

কোহিনূর আলম প্রকাশিত: ৯ এপ্রিল , ২০২৫ ১২:০৭ আপডেট: ৯ এপ্রিল , ২০২৫ ১২:০৭ পিএম
কেন্দুয়ার ড. মো. হাফিজুর রহমান ভূঞাকে সংবর্ধনা

নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে ইতিহাসবিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, জনপ্রশাসন সংস্কার কমিশন ২০২৪ এর সদস্য ও কেন্দুয়ার ড. মো. হাফিজুর রহমান ভূঞাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয় তাঁকে ।

উক্ত অনুষ্ঠানে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হক, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি লুৎফর রহমান ভূঁইয়া, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো হাবিবুর রহমান মোসলেম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন, সাবেরুন্নেছা গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালী, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম । 

এছাড়াও উপস্থিত ছিলেন, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ এইচ ও নুরুল হুদা খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আতাউল হক মিন্টু এবং পৌর ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম, শিক্ষক ও কবি সাহাবুল ইসলাম ভূঁইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, কামাল হোসেন, প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক দিলবাহার খান, সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সিনিয়র সদস্য মো. আশরাফ উদ্দিন ভূঁঞাসহ সামাজিক, সাংস্কৃতিক  ও রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন ব্যক্তিত্ব ।

সংবর্ধিত ব্যক্তিত্ব ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, সবার আগে আমাদের প্রকৃত ও মৌলিক শিক্ষায় শিক্ষিত হতে হবে । এ জন্যে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা আবশ্যক । তিনি আরো বলেন, উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নির্মাণ নয় । গরীব মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করাই প্রকৃত উন্নয়ন । দেশের প্রতি ইঞ্চি মাটিকে কাজে লাগাতে হবে । উন্নত প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত চাষাবাদে মনোযোগী হবার পরামর্শও দেন তিনি । তাছাড়া তিনি কেন্দুয়া প্রেসক্লাব কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কেন্দুয়া প্রেসক্লাবের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে - প্রাথমিকভাবে কিছু বই ও বুকশেলফ প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি । 

উল্লেখ্য, ড. হাফিজুর রহমান ১৯৫৫ সালে কেন্দুয়ার মাসকা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় অনার্স ও মাস্টার্স শেষে ইতিহাস বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন । ১৯৮৩ সালে কক্সবাজারে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন । ২০১৫ সালে সচিব পদে অবসর গ্রহণের পর তিনি পরিকল্পনা কমিশন ও বিশ্ব ব্যাংকে পরামর্শক হিসেবেও কাজ করেন । বর্তমানে তিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ।

এই বিভাগের আরোও খবর

Logo