নওগাঁর নিয়ামতপুরে সাবেক সংসদ সদস্যের নিজ অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নওগাঁ- ১ আসন (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) এর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
নওগাঁর নিয়ামতপুরে সাবেক সংসদ সদস্যের নিজ অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নওগাঁ- ১ আসন (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) এর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন। সোমবার ( ৬ জানুয়ারি ) বিকেলে উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন এর বটতলী মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সহ সভাপতি মো:গোলাম মুর্তজার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা বাদশা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: মোঃ ছালেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী(বাদশা), ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এ. কে. এম খলিলুর রহমান, ১ নং হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, উপজেলা যুবদলের আহ্বায় মনজুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন, ৩ নং ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেকেন্দার আলী সহ বিএনপি ও বিএনপি'র অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।