নোয়াখালী জেলার চাটখিলে বদলকোট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

মোঃ হানিফ প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:০৫ আপডেট: ১৮ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:০৫ পিএম
নোয়াখালী জেলার চাটখিলে বদলকোট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই
চাটখিল উপজেলার বদলকোট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চাটখিল উপজেলার বদলকোট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল  সোমবার (১৭ ফেব্রুয়ারি)  বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, খবর পেয়ে চাটখিল ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, এর মধ্যে ১৫ টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।  স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের মনির হোসেনের লন্ডি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন দুইপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে  পিংকু মুন্সির ইলেকট্রিক দোকান,মিজান পাটওয়ারী  কাপড়ের দোকান, শরাফাতের মুদি দোকান ও গোডাউন,  ইসলামিয়া লাইব্রেরী, মা মেডিসিন স্টোর, মুন্সি হার্ডওয়ার সহ ১৫ টি দোকান পুড়ে যায়। বাজারের ব্যবসায়ী উপজেলা  জেএসডি নেতা মোঃ আব্দুল গোফরান খন্দকারের সাথে কথা বললে তিনি জানান, অগ্নিকান্ডে প্রায় ৫০লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। এব্যাপারে ফায়ার সার্ভিসের কর্মকর্তা চন্দ্র শেখরের সাথে কথা বললে তিনি জানান, অগ্নিকাণ্ডের সাথে সাথে  ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়নি। স্থানীয় লোকজন ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ও চাটখিল থানা পুলিশের ২টি টিম ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণ আনা পর্যন্ত পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেন। এদিকে চাটখিল  ফায়ার সার্ভিস কর্মকর্তা চন্দ্র শেখর জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাতের সাথে সাথে ফায়ার সার্ভিস কে খবর না দিয়ে স্থানীয়রা আগুন নিভাতে  ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেয়।  খবর পেয়ে যথাসময়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে বাজারের কিছু ব্যবসায়ী ফায়ার সার্ভিস কর্মীদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ করেন তিনি ।  চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ ও চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo