খলিফায়ে আজম, অলীয়ে কামেলে মোকাম্মেল সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (ক.) এর ৩৬ তম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত

আহমদ উল্লাহ প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:৫৫ আপডেট: ৬ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:৫৫ পিএম
খলিফায়ে আজম, অলীয়ে কামেলে মোকাম্মেল সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (ক.) এর ৩৬ তম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত
মুজাদ্দেদে মিল্লাত, মুফতীয়ে আজম, হযরত আল্লামা শাহসূফী সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.) এর একমাত্র পুত্র ও খলিফায়ে আজম, অলীয়ে কামেলে মোকাম্মেল শাহসূফী সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (ক.) এর ৩৬ তম বার্ষিক ওরস শরীফ হাটহাজারী ফরহাদাবাদ দরবার শরীফে মহাসমারোহে সম্পন্ন।

মুজাদ্দেদে মিল্লাত, মুফতীয়ে আজম, হযরত আল্লামা শাহসূফী সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.) এর একমাত্র পুত্র ও খলিফায়ে আজম, অলীয়ে কামেলে মোকাম্মেল শাহসূফী সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (ক.) এর ৩৬ তম বার্ষিক ওরস শরীফ হাটহাজারী ফরহাদাবাদ দরবার শরীফে মহাসমারোহে  সম্পন্ন।  
 আঞ্জুমানে গাউছিয়া আমিনিয়া ফয়জিয়া কেন্দ্রীয়   পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল বাদে ফজর পুষ্পান্জলী ও শ্রদ্ধাঅর্পন, খতমে কুরআন, খতমে গাউছিয়া,  খতমে খাজেগান। প্রতি বৎসরের ন্যায় এ বৎসরও ভক্ত অনুরক্তগণের উপস্থিতিতে ব্যাপক  কর্মসূচি ও জাকজমকের সহিত এ ওরস মোবারক উদযাপন  করা হয়। বাদে যোহর  মিলাদ মাহফিল,  বাদে মাগরিব মোশায়ারা মাহফিল, বাদে এশা হুজুরের জীবনী আলোচনা, সর্বশেষ  আখেরী মোনাজাত ও সেমা মাহফিল  পরিবেশনের মাধ্যমে  ওরস শরীফের  আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই বিভাগের আরোও খবর

Logo