রণজিত বাওয়ালিকে শাল উপহার দিল অভয়নগর ব্লাড ব্যাংক

মোঃআমিনুর রহমান প্রকাশিত: ১৭ ডিসেম্বর , ২০২৪ ২২:০০ আপডেট: ১৭ ডিসেম্বর , ২০২৪ ২২:০০ পিএম
রণজিত বাওয়ালিকে শাল উপহার দিল অভয়নগর ব্লাড ব্যাংক
যশোরের অভয়নগরের সেচ্ছাসেবী সংগঠন অভয়নগর ব্লাড ব্যাংক বিভিন্ন সেবার মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

যশোরের অভয়নগরের সেচ্ছাসেবী সংগঠন অভয়নগর ব্লাড ব্যাংক বিভিন্ন সেবার মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তারই ধারাবাহিকতায় যশোরের দুঃখখ্যাত ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে অগ্রণী ভুমিকা রাখায় তাকে আরো উৎসাহিত করতে এবং কাজের স্বীকৃতিস্বরূপ অভয়নগর ব্লাড ব্যাংকের পক্ষ থেকে তাকে একটা শাল উপহার দেয়া হয় বলে জানা যায়। এবিষয়ে অভয়নগর ব্লাড ব্যাংকের পরিচালক সোয়াইব ইমতিয়াজ ইয়াদ বলেন,"রণজিত বাওয়ালি" একজন নিবেদিতপ্রাণ মানুষ। যিনি জীবনের ষাট বছরেরও বেশি সময় ধরে ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে কাজ করে চলেছেন। তার এই অদম্য প্রচেষ্টা ও জীবনসংগ্রাম আমাদের জন্য এক অনন্য প্রেরণার উৎস। আজ বিজয় দিবসের এই মহিমান্বিত দিনে, অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা তার এই অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাকে অনুপ্রাণিত করতে বাংলাদেশের মানচিত্র আঁকা একটি শাল উপহার দেওয়ার মাধ্যমে তাকে সম্মানিত করার চেষ্টা করছি।তার নিরলস প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। উপহার পেয়ে ভবদহ জলাবদ্ধতা নিরসন কমিটির আহবায়ক রণজিত বাওয়ালি বলেন,আমার মত একজন ক্ষুদ্র মানুষকে অভয়নগর ব্লাড ব্যাংকের পক্ষ থেকে শাল উপহার দেওয়ায়  তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব এবং এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এই বিভাগের আরোও খবর

Logo