যশোরে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৭ মার্চ , ২০২৪ ১৩:০২ আপডেট: ৭ মার্চ , ২০২৪ ১৩:০২ পিএম
যশোরে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা
যশোরে জাতীয় পাট দিবস উপলক্ষে পাট ও পাটজাত দ্রব্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিকরণে জনগণের উদ্বদ্ধ শীর্ষক আলোচনা সভা বুধবার সকালে কারেক্টরেট সভা কক্ষে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর সোনার দেশ,স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, পাট অধিদপ্তর ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যশোরে জাতীয় পাট দিবস উপলক্ষে পাট ও পাটজাত দ্রব্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিকরণে জনগণের উদ্বদ্ধ শীর্ষক আলোচনা সভা বুধবার সকালে কারেক্টরেট সভা কক্ষে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর সোনার দেশ,স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, পাট অধিদপ্তর ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান বলেছেন, পলিথিন পরিবেশের জন্য ঝুঁকিপর্ণ। কারন এটি পরিবেশ দুষন করে। এজন্য আমরা পলিথিন ব্যবহার পরিহার করবো। পাট জাত দ্রব্য ব্যবহার করাসহ সকলকে এটি ব্যবহারের উদ্বুদ্ধ করবো।

এসময় বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএম শাহীন, পাটদপ্তরের মূখ্য পরিদর্শক ও সহকারী পরিচালক  গোলাম ছরোয়ার তালুকদার,  বীর মুক্তিযোদ্ধা হেরমত আলী, পাট চাষী সমিতির সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যশোর সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।এর আগে কালেক্টরেট চত্বর থেকে শহরে র‌্যালি বের করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo