নাব্যতা সংকট কাটাতে রাঙ্গমাটির কাপ্তাইয়ে কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য আজ মঙ্গলবার (১৩ মে) ভোর ৬ টা থেকে চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। আগামী রবিবার (১৮ মে) ভোর ৫ টা পর্যন্ত ৬ দিন এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের( সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান , কর্ণফুলি নদীতে নাব্যতা সংকটের ফলে ড্রেজিং কাজের জন্য ব্যস্ততম এই নৌ- রুটে মঙ্গলবার ( ১৩ মে) ভোর ৬ টা হতে রবিবার(১৮ মে) ভোর ৫ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এসময় তিনি বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া-পদুয়া- সুখবিলাশ সড়ক (কালিন্দী রাণী সড়ক) ব্যবহার করতে সকলকে অনুরোধ জানিয়েছেন।
শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ফেরিতে উঠার পল্টুনের তলাটা চরের উপর আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। আজ থেকে
ড্রেজিং এর কারনে ৫ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে।