৬ হাজার ৪৬৭টি ভোট কক্ষের চুড়ান্ত অনুমোদন

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৫ মার্চ , ২০২৪ ১০:৫৮ আপডেট: ২৫ মার্চ , ২০২৪ ১০:৫৮ এএম
৬ হাজার  ৪৬৭টি ভোট কক্ষের চুড়ান্ত অনুমোদন
৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে যশোর জেলায় ৯২৩টি ভোট কেন্দ্র ও ৬ হাজার ৪৬৭টি ভোট কক্ষের চুড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। যশোর কালেক্টরেট সভা কক্ষে রোববার দুপুরে অনুষ্ঠিত জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে যশোর জেলায় ৯২৩টি ভোট কেন্দ্র ও ৬ হাজার ৪৬৭টি ভোট কক্ষের চুড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। যশোর কালেক্টরেট সভা কক্ষে রোববার দুপুরে অনুষ্ঠিত জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

অনুমোদন দেয়া ভোট কেন্দ্র ও  ভোট কক্ষগুলো হল, শার্শা ভোট কেন্দ্র ১০২টি। মোট ভোট কক্ষ ৭৬৩, এর ¯’ায়ী ভোট কক্ষ ৭২৯, অ¯’ায়ী ভোট কক্ষ ৩৪। ঝিকরগাছায় ভোট কেন্দ্র ১১০টি। মোট ভোট কক্ষ ৭৩১, এর ¯’ায়ী ভোট কক্ষ ৭০০, অ¯’ায়ী ভোট কক্ষ ৩১। চৌগাছায় ভোট কেন্দ্র ৮১টি। মোট ভোট কক্ষ ৪৯০, এর ¯’ায়ী ভোট কক্ষ ৪৫৬, অ¯’ায়ী ভোট কক্ষ ৩৪। সদর উপজেলায় ভোট কেন্দ্র ২১৯টি। মোট ভোট কক্ষ ১ হাজার ৭৩৯, এর ¯’ায়ী ভোট কক্ষ ১ হাজার ৭১২, অ¯’ায়ী ভোট কক্ষ ২৭। বাঘারপাড়ায় ভোট কেন্দ্র ৭০টি। মোট ¯’ায়ী ভোট কক্ষ ৫৭৫। অভয়নগরে ভোট কেন্দ্র ৮১টি। মোট ভোট কক্ষ ৫৬৩টি,এরম মধ্যে ¯’ায়ী ভোট কক্ষ ৫৩১, অ¯’ায়ী ভোট কক্ষ ৩২টি। মনিরামপুরে কেন্দ্র  ১৬৫। মোট ভোট কক্ষ ৯৭১টি, এর মধ্যে ¯’ায়ী ভোট কক্ষ ৯২৬টি ও অ¯’ায়ী ভোট কক্ষ ৪৫টি। কেশবপুরে ভোট কেন্দ্র ৯৫টি। মোট ভোট কক্ষ ৬৩৫টি ¯’ায়ী ভোট কক্ষ ৫৮০টি ও অস্থায়ী ভোট কক্ষ ৫৫টি।

জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটির ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম ও অ্যাপস) বেলাল হোসাইন, জেলা ভোটকেন্দ্র ¯’াপন কমিটির সদস্য ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলো চুড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে গেজেট করতে পাঠানো হবে।

এই বিভাগের আরোও খবর

Logo