নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

সবুজ সরকার প্রকাশিত: ১১ মার্চ , ২০২৪ ১৬:৩৫ আপডেট: ১১ মার্চ , ২০২৪ ১৬:৩৫ পিএম
নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুল মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

 “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট  সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুল মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। সভা সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী মোর্শেদ ইসলাম, নিয়ামতপুর ফায়ার সার্ভিস  স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সাহাদাৎ হোসেন প্রমুখ।আলোচনা সভা শেষে আগুন নিয়ন্ত্রণ ও ভূমিকম্পে করণীয় শীর্ষক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এই বিভাগের আরোও খবর

Logo