"চবি ছাত্রশিবিরের সাত দফা দাবি: বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি"

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ জুন , ২০২৫ ১৬:০৮ আপডেট: ৩০ জুন , ২০২৫ ১৬:০৮ পিএম
"চবি ছাত্রশিবিরের সাত দফা দাবি: বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবির শতভাগ আবাসন, চাকসু নির্বাচন, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠাসহ সাত দফা দাবিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনকে ১০ জুলাইয়ের আলটিমেটাম দিয়েছে। দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না দেখা গেলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শাখা শিবির নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাখা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম।

তিনি বলেন, “শিক্ষার্থীদের অধিকার ও একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হতে পারে না। আমাদের সাত দফা দাবিতে সেই আশার প্রতিফলন রয়েছে।”

সাত দফা দাবির মধ্যে রয়েছে:
১. শতভাগ আবাসন নিশ্চিতকরণ এবং তা না হওয়া পর্যন্ত সকল অনাবাসিক শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান।
২. সেশনজট নিরসন ও শিক্ষার আধুনিকায়ন।
৩. নিরাপদ ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ।
৪. চাকসু নির্বাচন অনতিবিলম্বে সম্পন্ন।
৫. টিএসসি স্থাপন, সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ এবং অন্যান্য স্থাপনার সংস্কার।
৬. ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষার্থীদের নির্যাতনে জড়িতদের শাস্তি ও বহিষ্কার।
৭. অবৈধ নিয়োগের সঙ্গে জড়িতদের বিচার ও নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করা।

সংগঠনটি ১ থেকে ১০ জুলাই পর্যন্ত দাবিগুলো বাস্তবায়নের দাবিতে “সংস্কার ক্যাম্পেইন” কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১ জুলাই প্রতীকী সিট বণ্টন, ৩ জুলাই মতবিনিময় সভা, ৭ জুলাই গণস্বাক্ষর সংগ্রহ এবং ১০ জুলাই সাত দফা দাবিতে মানববন্ধন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ খালেদ, প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক মোহাম্মদ পারভেজ উদ্দিন প্রমুখ।

চবি শিবির জানায়, এই দাবিগুলো নিয়ে ইতোমধ্যেই একটি বুকলেট প্রণয়ন করা হয়েছে, যা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo