চাটখিলে ফসলি জমি ধ্বংসের দায়ে জরিমানা

মোঃ হানিফ প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী , ২০২৪ ১১:১৬ আপডেট: ২৪ ফেব্রুয়ারী , ২০২৪ ১১:১৬ এএম
চাটখিলে ফসলি জমি ধ্বংসের দায়ে জরিমানা
চাটখিলে ফসলি জমির মাটি কেটে জমির উর্বরতা ধ্বংস করা ও সড়ক নষ্ট করার দায়ে ভ্রাম্যমান আদালত মাটি ব্যবসায়ী বেলাল হোসেনের ১ লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার বিকেলে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধানমতে এই জরিমানা আদায় করেন।

চাটখিলে ফসলি জমির মাটি কেটে জমির উর্বরতা ধ্বংস করা ও সড়ক নষ্ট করার দায়ে ভ্রাম্যমান আদালত মাটি ব্যবসায়ী বেলাল হোসেনের ১ লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার বিকেলে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধানমতে এই জরিমানা আদায় করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাটি ব্যবসায়ী বেলাল ফসলি জমির মাটি কেটে জমি ধ্বংস ও সরকারি সড়কের ক্ষতি সাধন করতেছে। ঐ সংবাদের ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশের সদস্যদের নিয়ে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সংবাদে সত্যতা পান। পরবর্তীতে মাটি ব্যবসায়ীর ১লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo