নাটোরের বড়াইগ্রামে প্রায় ৯ ফুট লম্বা একটি গাঁজা গাছ সহ রফিকুল ইসলাম (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ।
নাটোরের বড়াইগ্রামে প্রায় ৯ ফুট লম্বা একটি গাঁজা গাছ সহ রফিকুল ইসলাম (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (০১ ফেব্রুয়ারি ) রাত ৮টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে ওই ব্যক্তির বাড়ির আঙিনা থেকে এই নিষিদ্ধ গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাঁজা চাষী রফিকুল ইসলাম ওই এলাকার মৃত আকবর আলীর ছেলে। বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি সংলগ্ন আঙ্গিনা থেকে গাঁজা গাছটি উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।