আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান রোহিঙ্গা ক্যাস্প পরিদর্শন করেছেন
মঙ্গলবার সকাল সাড়ে টার দিকে তিনি কক্সবাজার থেকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে যান। এরপর উখিয়ার এক ও চার নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। তখন বাস্তুচুত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন আইসিসির প্রধান কৌঁসুলি।পাশাপাশি তিনি শরনার্থী বিষয়ক কমিশনারের সাথে দেখা করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আইসিসির তদন্তের বিষয়ে খোঁজ নেবেন তিনি। সোমবার কক্সবাজার পৌঁছেছেন করিম খান। তিনি দুই দিন কক্সবাজার অবস্থান করবেন। বাংলাদেশ সফরের শুরুতেই তিনি ঢাকা থেকে সরাসরি কক্সবাজার আসেন।আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে করিম খানের এটা তৃতীয় বাংলাদেশ সফর।২০১৭ সালের আগস্টের পর রাখাইন রাজ্য থেকে মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের বিতাড়ন করে মানবতাবিরোধী অপরাধ করেছে কি না, তার জবাবদিহি নিশ্চিত করতে যুক্ত হয়েছে আইসিসি।