মুহাদ্দিস নোমানীর হত্যার প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

শরীফ হোসাইন প্রকাশিত: ১০ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৪১ আপডেট: ১০ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৪১ পিএম
মুহাদ্দিস নোমানীর হত্যার প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

 ভোলা দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল হক নোমানীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও শিক্ষকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নোমানীকে হত্যা করা হয়েছে। তারা বলেন, ৪ দিন ধরে আল্টিমেটাম দেওয়ার পরও প্রশাসন কোনো সঠিক তথ্য বা তদন্তের অগ্রগতি জানাতে পারেনি। আমরা খুনিদের বিচার চাই। যদি দাবি পূরণ না হয়, ছাত্রসমাজ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে খুনিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে ভোলা আলীয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এক দফা দাবিতে কঠোর আন্দোলনে নামবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দারুল হাদিস কামিল স্নাতকোত্তর মাদ্রাসার শিক্ষক মাওলানা মাকসুদুল্লাহ আমিনী, শিক্ষার্থী মো: আবু হানিফ, মো: ইমরান, মো: তাসদিক ও মো: তানজিল প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর চর নোয়াবাদে নিজ বাড়িতে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে মাওলানা নোমানীকে। হত্যাকা-ের সময় তিনি বাড়িতে একাই ছিলেন। তার স্ত্রী শ্বশুরবাড়িতে এবং সন্তানরা পড়াশোনার জন্য বাইরে অবস্থান করছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo