যশোর শিক্ষা বোর্ডে বুধবার নতুন সচিব হিসেবে যোগদান করেছেন প্রফেসর মাহাবুবুল ইসলাম। এর আগে তিনি ঢাকা বাংলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। সদস্য বিদায়ী সচিব প্রফেসর এম আব্দুর রহিম তিনি খুলনা বিএল কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করবেন। নতুন সচিবের যোগদান ও সদ্য বিদায় সচিবের বিদায় উপলক্ষে শিক্ষা বোর্ডের সভা কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার কামাল হাসান। কলেজ পরিদর্শক প্রফেসর তৌহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য বিদায়ী সচিব প্রফেসর এম আব্দুর রহিম, নতুন সচিব প্রফেসর মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন, কর্মকর্তা কল্যান সমিতির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মুজিবুল হক, এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রাকিব হাসান, সেকশন অফিসার নজরুল ইসলাম, আব্দুল মমিন, হুমায়ুন কবীর উজ্জল প্রমুখ। পরিচালনা করেন সেকশন অফিসার নাসিরুজ্জামান। উল্লেখ্য খুলার ডুমুরিয়া উপজেলার সেনপাড়া গ্রামের ছেল নতুন সচিব প্রফেসর মাহাবুবুল ইসলাম। তিনি বলেন সবাই ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করবো। কোন মানুষ সেবা নিতে আসলে ভোগান্তীর স্বীকার হবে। চেয়ারম্যান স্যারের নেতৃত্বে বোর্ডকে এগিয়ে নিয়ে যাবো।