নার্সিং কলেজ শিক্ষার্থীদের বনানী অবরোধ

মোঃ আব্দুল হান্নান প্রকাশিত: ১৫ মে , ২০২৫ ১৫:২৩ আপডেট: ১৫ মে , ২০২৫ ১৫:২৩ পিএম
নার্সিং কলেজ শিক্ষার্থীদের বনানী অবরোধ

বগুড়া শাজাহানপুর উপজেলার বনানী এলাকা অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের একদফা দাবিতে এই কর্মসূচি দিয়েছেন তারা। বুধবার (১৪ মে) বিকাল ০৪:৩০ মিনিটে উপজেলার বনানী এলাকা দখল করেন তারা।
সম্প্রতি সারাদেশে নার্সিং শিক্ষার্থীরা ডিগ্রি সমমানের দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দেশে নার্সিং পেশায় ডিপ্লোমাধারী নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা নার্সরা পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। 
শিক্ষার্থীরা বলছেন, এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেয়া হচ্ছেনা। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে। তারা আরও জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। তাই বাধ্য হয়েই রাজপথে নেমেছেন তারা।
তবে রাজপথ দখল করার কারনে উভয়পাশে ২ কিলোমিটার গাড়ি আটকিয়ে যায় ফলে জনসাধারণের চলাচল বিঘ্নিত হয়।

এই বিভাগের আরোও খবর

Logo