নকলায় সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর ঈদ উপহার পেলো ৫৩১০ জন মানুষ

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ৫ এপ্রিল , ২০২৪ ০৭:২৩ আপডেট: ৫ এপ্রিল , ২০২৪ ০৭:২৩ এএম
নকলায় সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর ঈদ উপহার পেলো ৫৩১০ জন মানুষ
মহান জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার ৫ হাজার ৩১০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।

মহান জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার ৫ হাজার ৩১০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।

৯ টি ইউনিয়ন ও একটি পৌর এলাকা নিয়ে শেরপুরের নকলা উপজেলা গঠিত। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ২০০ টি করে শাড়ী, ১০০ টি করে শার্ট, ১০০ টি করে ট্রাউজার, বিভিন্ন শ্রমিকদের জন্য ৬০০ টি শার্ট ও ট্রাউজার এবং উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর মেধাক্রমানুসারে প্রথম ১০ জনের মাঝে একটি করে থ্রি-পিচ, ৩০টি বিদ্যালয় এবং ২০টি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর মেধাক্রমানুসারে প্রথম ৪ জনে মাঝে একটি করে শাড়ী ঈদ উপহার হিসেবে বিতরণ করেন তিনি।

সুবধাভোগীর সুবিধার্থে ও বিতরণ কাজ সহজ করার লক্ষে ৩ ও ৪ এপ্রিল যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে ৯ টি ইউনিয়নে ৯ টি ভ্যানু ও পৌরসভায় একটি ভ্যানুতে এসব বিতরণ করা হয়।

প্রতিটি বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকার, সহ-দপ্তর সম্পাদক এফএম কামরুল আলম রঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানগন ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo