নৌকার নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে মমতাজের পথসভা

মিলন মাহমুদ প্রকাশিত: ১৪ জানুয়ারী , ২০২৪ ০৬:৫৪ আপডেট: ১৪ জানুয়ারী , ২০২৪ ০৬:৫৪ এএম
নৌকার নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে মমতাজের পথসভা
মানিকগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নৌকার নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে পথসভা করেছেন সাবেক সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত মানিকগঞ্জের সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন জায়গায় এ পথসভা করেন নৌকা নিয়ে পরাজিত হওয়া সাবেক এই সাংসদ।

মানিকগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নৌকার নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে পথসভা করেছেন সাবেক সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত মানিকগঞ্জের সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন জায়গায় এ পথসভা করেন নৌকা নিয়ে পরাজিত হওয়া সাবেক এই সাংসদ।

পথসভায় মমতাজ বেগম বলেন, নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হওয়া দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর নেতা-কর্মীরা নৌকার নেতা-কর্মীদের উপর হামলা, বাড়িতে লুটপাট, ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ হামলার ঘটনা বন্ধ না করলে জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পথসভায় উপস্থিত ছিলেন, পরাজিত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশারসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এই বিভাগের আরোও খবর

Logo