নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের মাওলানা ওমর ফারুক যুগ্ম আহবায়ক হওয়ায় সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের যুবদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মঙ্গলবার ১১ মার্চ নোয়াগাঁও গ্রামে যুবদলের প্রধান কার্যালয়ে, এ সংবর্ধনা দেওয়া হয়। মাওলানা ওমর ফারুক দুঃসময়ে দলের হাল ধরেছিলেন এবং সেসময় নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও সোনারগাঁও থানা বিএনপি ধর্ম বিষয়ষক সম্পাদক ছিলেন, আজ তার দক্ষ নেতৃত্বের ফলে মাওলানা ওমর ফারুক নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল ফকির, যুগ্ন আহবায়ক হৃদয় হাসান, যুবদলের নেতা সোহেল ফকির, আসাদুল্লাহ মোল্লা,সানোয়ার ফকির, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্র ছাত্রদলের সভাপতি মামুন ফকির, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, এফরান হোসেন, সানবির, নোয়াগাঁও ইউনিয়ন মৎসজীবি দলের সভাপতি কবির হোসেন সহ অসংখ্য নেতৃত্ব।