রক্তে ভেজা এই মাটি,
শহীদের আত্মত্যাগ খাঁটি।
স্বাধীনতার সূর্যোদয় হলো,
লাল সবুজের পতাকা উড়লো।
লক্ষ প্রাণের বিনিময়ে,
পেলাম মোরা স্বাধীনতা।
বীর সেনানী অমর হবে,
তাদের স্মৃতি হৃদয়ে রবে।
এই দেশ আমার অহংকার,
এই মাটিতেই স্বপ্ন আমার।
স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে
শ্রদ্ধা জানাই তাদের স্মরণে।
রক্তে ভেজা এই মাটি,
শহীদের স্মৃতি আঁকি।
স্বাধীনতা মোদের প্রাণ,
গর্বে ভরা এই গান।
লক্ষ প্রাণের বিনিময়ে,
পেয়েছি মুক্তির ছোঁয়া।
স্বাধীনতা, তুমি চির অম্লান,
হৃদয়ে জাগে নতুন চাওয়া।
সবুজ শ্যামল এই দেশ,
গর্বে মাথা উঁচু রেশ।
স্বাধীনতা, তুমি চিরঞ্জীব,
তোমায় জানাই শত অভিবাদন।
রক্তে ভেজা এই মাটি,
শহীদের আত্মত্যাগ খাঁটি।
একাত্তরের সেই ঝড়ো রাত,
স্বাধীনতার নতুন প্রভাত।
লক্ষ প্রাণের বিনিময়ে,
আনলাম মোরা বিজয় ছিনিয়ে।
লাল সবুজের পতাকা হাতে,
গর্বে মোদের বুকটা ভরে ওঠে।