লোহাগাড়ায় দুটি বেসরকারি হাসপাতালে অভিযান

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারী , ২০২৪ ১৮:১৬ আপডেট: ২৯ ফেব্রুয়ারী , ২০২৪ ১৮:১৬ পিএম
লোহাগাড়ায় দুটি বেসরকারি হাসপাতালে অভিযান
চট্টগ্রামেরলোহাগাড়ায় দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগপরিষ্কার পরিচ্ছন্নতা না থাকায় লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল এবং লোহাগাড়া সিটি হাসপাতালকে সতর্ক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রামেরলোহাগাড়ায় দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগপরিষ্কার পরিচ্ছন্নতা না থাকায় লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল এবং লোহাগাড়া সিটি হাসপাতালকে সতর্ক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে


বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে  দুটি হাসপাতালে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য . কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমওডাঃ মোঃ ইশতিয়াকুর রহমানস্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মোঃ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন


উপজেলা স্বাস্থ্য . কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ জানান,পরিস্কারপরিচ্ছন্ন না থাকায় লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল এবং লোহাগাড়া সিটি হাসপাতালকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছেহাসপাতালে ওটিগুলো পরিস্কারপরিচ্ছন্ন রাখতে হবেপরবর্তীতে কোন বেসরকারি হাসপাতাল অপরিস্কার অবস্থায় পাওয়া গেলে সেসব হাসপাতাল বন্ধ করে দেওয়া হবেতিনি বেসরকারি হাসপাতালের মেডিকেল অফিসারদেরকে যত্ন সহকারে রোগীদের সেবা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। কোন বিশেষজ্ঞ ছাড়া কোন প্রকারে এনেসতেথিয়া দেওয়া যাবেনা বলেও তিনি জানান।


উল্লেখ্যগত ২৭ ফেব্রুয়ারি সকালে উপজেলা সদরে লোহাগাড়া জেনারেল হাসপাতাললোহাগাড়া মেটারনিটি হাসপাতাল  লোহাগাড়া মা মনি হাসপাতালে অভিয়ান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য . কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ

 

এই বিভাগের আরোও খবর

Logo