নদীর ভাঙ্গনে শিকার সরিষাবাড়ী চাপারকোনা মহাশ্নান কালীমন্দির, দ্রত সংস্কার চায় হিন্দুসম্প্রদায়ে ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন ও মানববন্ধব

মোঃ আব্দুর রাজ্জাক প্রকাশিত: ২৮ জুন , ২০২৫ ১৬:১২ আপডেট: ২৮ জুন , ২০২৫ ১৬:১২ পিএম
নদীর ভাঙ্গনে শিকার সরিষাবাড়ী  চাপারকোনা মহাশ্নান কালীমন্দির, দ্রত সংস্কার চায় হিন্দুসম্প্রদায়ে ও এলাকাবাসীর  সংবাদ সম্মেলন ও মানববন্ধব

  জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৩ নং ডোয়াইল ইউনিয়নে চাপারকোনা মহাশ্মশান কালীমন্দির এর ভাঙ্গন কোন ভাবেই ফেরানো যাচ্ছে না, দীর্ঘ দিন যাবৎ সরকারি কোন বরাদ্দ না পাওয়ার জন্য মন্দির কতৃপক্ষে মন্দির এর উন্নয়ন মূলক কোন কাজ করা সম্ভব হয় নি বলে জানান মন্দির কতৃপক্ষ। ২৮জুন২০২৫ রোজ শনিবার সকাল ১১ টায় চাপারকোনা দোলভিটি ও হাটবাড়ী গ্রামের হিন্দু সম্প্রদায়ের আয়োজনে, ঝিনাই নদীর ভাঙ্গনের কবল চাপারকোনা কালী মন্দির ও মহাশশ্নান রক্ষার জন্য এক বিশাল  মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে সভাপত্ব করেন প্রদীপ কুমার পাল(তারক) উক্ত সভায় বক্তব্য রাখেন  মন্দির ও শ্বশান কমিটির সাধারণ সম্পাদক বিনয় কুমার মহন্ত,আরো বক্তব্য রাখেন  ৩ নং ডোয়াইল ইউনিয়ন বি এন পি র সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ আলম, বক্তা বলেন  জরুরী ভিত্তিতে ঝিনাই নদীর ভাঙ্গনের কবল থেকে রক্ষা করতে না পারলে মন্দির,মহাশশ্নান 

নদীগর্ভে বিলিন হয়ে যাবে,সেই সাথে মন্দির সংগ্লন ডোয়াইল ভূমি অফিস ু ও ডোয়াইল ইউনিয়ন পরিশোধ সহ এলাকার ব্যপক ক্ষতিগ্রস্ত হইবে,তাই পানি উন্নয়ন বোর্ডের  দৃষ্টিআর্কশন করছি জরুরী  ভিত্তিতে সংস্কার জন্য। আরো বক্তব্য রাখেন ডোয়াইল ইউনিয়নের যুবদলের সভাপতি সালেহ আকরাম পল্লব, উজ্জল চন্দ্র সাহা,  ওজিদ কুমার ভূমিক
আনন্দ গোপাল সাহা সহ আরো গন্যমান  স্হানীয় ব্যক্তিবর্গ। এই বিষয় এ উপজেলা প্রকল্প কর্মকতা শওকত জামান সাথে মোবাইল ফোনে বক্তব্য জানতে চাইলে উনি অদৃশ্য থাকার কারনে উনার বক্তব্য নেওয়া সম্ভব পর হয় নি। এই বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত কর্মকর্তা লিজা রিছিল বলেন উক্ত বিষয়ে আবেন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এই বিভাগের আরোও খবর

Logo