২ জন প্রার্থীর চুড়ান্ত মনোনয়ন পত্র অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে জমা হয়েছে

মোঃ সাহেদ হোসেন প্রকাশিত: ২২ এপ্রিল , ২০২৪ ০৯:১২ আপডেট: ২২ এপ্রিল , ২০২৪ ০৯:১২ এএম
২ জন প্রার্থীর চুড়ান্ত মনোনয়ন পত্র অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে জমা হয়েছে
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সব জল্পনা- কল্পনার ছেদ ঘটিয়ে অবশেষে ২ জন প্রার্থীর চুড়ান্ত মনোনয়ন পত্র অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে জমা হয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সব জল্পনা- কল্পনার ছেদ ঘটিয়ে অবশেষে ২ জন প্রার্থীর চুড়ান্ত মনোনয়ন পত্র অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে জমা হয়েছে।

দু'জনেরই রয়েছে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বহুল পরিচিতি। দু'জনই ব্যাক্তিগত এবং পারিবারিকভাবে আওয়ামীলীগ রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত এবং বিভিন্ন সময়ে আওয়ামীলীগের উপজেলা এবং জেলা পর্যায়ে খ্যাতি রয়েছে। তদসাথে তারা বাংলাদেশ ছাত্রলীগ,যুবলীগ,উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগের রাজনীতিতে বিভিন্ন পদমর্যাদায় অধিষ্ঠিত ছিলেন।

এদের মধ্যে একজন বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা এবং জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,

অন্যজন হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সদ্য পদত্যাগকারি প্যানেল চেয়ারম্যান এবং ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল।

ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভিন্ন দল বা মতের অনুসারীদের নির্বাচনে অংশ না নেয়ার কারণে সরকারী দলের অনুসারি দু'জন প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতিদ্বন্দিতা দলীয় নেতাকর্মীদের মাঝে নির্বাচনি উৎসব আমেজ আর পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টিতে বা ভোটের রাজনীতিতে কার্যকরী প্রভাব বিস্তারে এবং সুষ্ঠ ভোটের পরিবেশ সৃষ্টিতে কতখানি সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে তা সময় সাপেক্ষ।সময়ই বলে দেবে তার সঠিক সদুত্তর!

এই বিভাগের আরোও খবর

Logo