নাঃগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদকে আতাউর রহমানের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা

নূর নবী জনি প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:২৩ আপডেট: ৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:২৩ পিএম
নাঃগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদকে আতাউর রহমানের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা
নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক বর্ষিয়ান বিএনপি নেতা অধ্যাপক মামুন মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ থানা ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক বর্ষিয়ান বিএনপি নেতা অধ্যাপক মামুন মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ থানা ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। রোববার(২রা ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁও উপজেলার মামুন মাহমুদের কর্মস্থলে গিয়ে তাকে এ ফুলের শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এ সময় থানা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এবং মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান থানা বিএনপির ৩ নং সাংগঠনিক সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সহ নেতৃবৃন্দ। এ সময় অধ্যাপক মামুন মাহমুদ আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং বিগত দিনের স্মৃতি রোমন্থন করে নতুন প্রজন্মকে দিকনির্দেশনা মূলক উপদেশ দেন ও যেকোনো প্রয়োজনে পাশে থাকা আশ্বাস প্রদান করেন। প্রসঙ্গত আজ রোববার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এই আহবায়ক কমিটির অনুমোদন দেন। কমিটিতে আহ্বায়কের দায়িত্বে মোঃ মামুন মাহমুদকে অনুমোদন দিলেও এবারই প্রথম কোন সদস্য সচিব ছাড়া এমন কমিটি অনুমোদন দিলো বিএনপি। এই আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাসুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুলকে যুক্ত করা হয়েছে। একই সাথে এই কমিটিতে সদস্য হিসেবে আছেন বিলুপ্ত করা কমিটির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

এই বিভাগের আরোও খবর

Logo