যশোরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে তিন ক্যাটাগরিতে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ২৪টিপূজামন্ডপে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে কালেক্টরেট সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার স্বরুপ ক্রেস্ট ও অভিনন্দন পত্র বিতরণ করা হয়। ক্যাটাগরি তিনটি হচ্ছে পূজা মন্ডপে নির্মিত প্রতিমার নান্দনিকতা, আলোক সজ্জা ও সাজসজ্জা, নিরাপত্তা রক্ষা সংক্রান্ত পদক্ষেপ গ্রহন।প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট ও অভিনন্দন পত্র বিতরণ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন আনন্দ ও উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে শারদীয় দূর্গাপূজা উদযাপন করা হয়েছে। এতে কোন সমস্যা হয়নি। আমি ঘোষনা দিয়েছিলাম যেসব পূজামন্ডপে ভাল আয়োজন হবে,তাদের মধ্য থেকে পুরস্কার দেয়া হবে। সেই ঘোষনা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। তাদেরকে পুরস্কার দেয়া হয়েছে। পুরস্কার যত কম দেয়া হবে এর মর্যাদা বাড়বে।অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএম শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ মহারাজ, অভয়নগর পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক দেব কুমার ঘোষ, বাঘারপাড়াপূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সন্তোষ অধিকারী, বিশিষ্ট সমাজসেবক দেবব্রত ঘোষ প্রমুখ।নির্মিত প্রতিমার নান্দনিকতা বিষয়ে পুরস্কারপ্রাপ্ত পূজামন্ডপ গুলো হয়েছে, সদরের বারীনগর ললিতাদাহ দক্ষিণপাড়া সিকদার বাড়ী সার্বজনীন পূজা মন্দির, বাঘারপাড়ার নারিকেল বাড়িয়া কুন্ডুপাড়া শহীদ স্বরণী পূজা মন্দির, অভয়নগরের মাগুরা বাজার সার্বজনীন দুর্গাপূজা মন্দির, মনিরামপুরের খেদাপাড়া বৈদ্যনাথতলা দুর্গাপূজা মন্দির, কেশবপুরের সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালি মন্দির, ঝিকরগাছার হাজিরবাগ দাসপাড়া সাবজনীন দুর্গাপূজা মন্দির, শার্শার বেনাপোল পাঁচুয়ারবাওড় সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও চৌগাছার কংশারীপুর বিশ্বাসবাড়ী সার্বজনীন দুর্গা মন্দির। আলোক সজ্জা ও আনুষঙ্গিক সাজসজ্জায় পুরস্কার প্রাপ্ত পূজামন্ডপ গুলো হচ্ছে সদরের আরএন রোডের শহিদ সুধীর বাবুর কাঠগোলা পূজা মন্দির, বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের খাজুরা বাজার বৈদিক মন্দির কালিবাড়ি, অভয়নগরের কালীসাকুল কলেজ সংলগ্ন ভবদহ সার্বজনীন দুর্গাপূজা মন্দির, মনিরামপুরের মোহনপুর সার্বজনীন দুর্গাপূজা মন্দির, কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়নের ভেরচী নিমতলা রাধা গোবিন্দ সেবাশ্রম পূজা মন্দির, ঝিকরগাছার কপোতাক্ষ পূজা পরিষদ, শার্শার উলাশী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও চৌগাছার ঋষিপাড়ার শ্রী শ্রী রাজেশ্বরী মন্দির।নিরাপত্তা রক্ষা সংক্রান্ত পদক্ষেপে পুরস্কার প্রাপ্ত পুরস্কারপ্রাপ্ত পূজামন্ডপ গুলো হচ্ছে সদরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, বাঘারপাড়া পৌরসভার সমাজ বাড়ী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, অভয়নগরের নওয়াপাড়া কালিবাড়ী সার্বজনীন দুর্গাপূজা মন্দির, মণিরামপুরের দোলখোলা দুর্গাপূজা মন্দির, কেশবপুরের শ্রীগঞ্জ কালীতলা সার্বজনীন দুর্গাপূজা মন্দির, ঝিকরগাছার বারোয়ারী পূজা মন্দির, শার্শার পান্তাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, চৌগাছার কালিতলা সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির।