যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এখানো আপনাদের কাছে (আওয়ামী লীগে নেতাকর্মীদের) অবৈধ অস্ত্রে পাহাড় রয়েছে ।
সেই অবৈধ অস্ত্র নিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। অস্ত্রবাজরা ভালো হয়ে যান, জনগণ যদি আপনাদের কুকীর্তি ক্ষমা করে তাহলে আমাদের কোন আপত্তি নেই। কিš‘ আবার যদি সেই অবৈধ অস্ত্র প্রদর্শন করতে আসেন, জনগণের সুরক্ষায় বিএনপি নেতাকর্মীরা আপনাদের প্রতিহত করবে ইনশাল্লাহ।
বুধবার জেলা বিএনপি আয়োজিত সদ্য ছাত্র-জনতার গণঅভুত্থানে গুলি চালিয়ে হত্যাকারী সদ্য পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচাররের দাবিতে যশোর জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। চৌরাস্তা মোড়ে দিনব্যাপী অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সভাপতিত্ব করেন। সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে কর্মসূচি শুরু হয়ে শেষ হয় সন্ধ্যায় সাড়ে ছয়টায়।
সেখানে দলীয় নেতাকর্মীরা যোহর এবং আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তৃতার শুরুতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ বিগত ১৭ বছর আওয়ামী দুঃশাসন এবং যশোরের হোটেল জাবিরে অগ্নিকান্ডে নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন। এসময় ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই এমন স্লোগানে যশোরের রাজপথ উত্তাল হয়ে ওঠে।