অভয়নগরের নওয়াপাড়ায় উচ্ছেদের পর ফের দখলে ফুটপাত

মোঃআমিনুর রহমান প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:৩৪ আপডেট: ১৫ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:৩৪ পিএম
অভয়নগরের নওয়াপাড়ায় উচ্ছেদের পর ফের দখলে ফুটপাত
জানা গেছে, গত ১১ জুলাই দুপুরে নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের সামনে মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় ১৮টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পরবর্তীতে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর স্থানীয় দুর্বৃত্তরা ওই ফুটপাত পুনরায় দখল করতে বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু করে।

যশোরের অভয়নগরে দখলমুক্ত করা ফুটপাত ফের দখল করার অভিযোগ উঠেছে। যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের সামনে এ দখলের ঘটনা ঘটেছে। 

জানা গেছে, গত ১১ জুলাই দুপুরে নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের সামনে মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় ১৮টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পরবর্তীতে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর স্থানীয় দুর্বৃত্তরা ওই ফুটপাত পুনরায় দখল করতে বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু করে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নতুন করে বাঁশের খুটি, কাঠের প্রাচীর ও টিনের চাল দিয়ে বেশ কয়েকটি দোকানঘর নির্মাণ করে ফুটপাত দখল করা হয়েছে। যে কারণে পথচারীরা ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপর দিয়ে চলাচল করছে।দখলে থাকা অস্থায়ী কয়েক দোকানী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি দোকান ঘরের জন্য প্রতিদিন ১০ টাকা করে চাঁদা দিতে হয়। তবে কে বা কারা চাঁদা আদায় করে সে সম্পর্কে কিছু বলা যাবে না। 

পথচারীদের দাবি, তদন্তপূর্বক ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উঠিৎ। তাহলে পুনরায় কেও দখল করার সাহস পাবে না। শুধু মহাসড়কের ফুটপাত নয়, অভয়নগরের বিভিন্ন সরকারি রাস্তা ও জমি দখলমুক্ত করা প্রয়োজন।

এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদের পর কে বা কারা পুনরায় দখল করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের সামনে ফুটপাত পুনরায় দখলমুক্ত করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গ্রাফিতি করা হবে।’ 


এই বিভাগের আরোও খবর

Logo